ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আজমপুর রেলওয়ে স্টেশনের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তার সাথে কোনো কাগজপত্র না থাকায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল করিম জানান, ঢাকা-সিলেট রেলপথের আজমপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন