ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতি কালে এক নারী যাত্রীর স্বর্নের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ মে) সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্ত:নগর উপকুল এক্সপ্রেস ট্রেন স্টেশনে যাত্রাবিরতিকালে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় রেলওয়ে পুলিশ সন্দেহভাজন তিন নারীকে ট্রেন থেকে আটক করে। তবে তাদের সংশ্লিষ্টতা ও তাদের কাছ থেকে কোনো তথ্য না পেয়ে পরে ছেড়ে দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া পৌর এলাকার রাধানগর ঘোষপাড়ার বাসিন্দা আকরাম হোসেনের স্ত্রী ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শরীফা বেগম সকাল সাড়ে নয়টার দিকে স্বামী ও এক কন্যাকে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যেতে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনে উঠেন। এ সময় ভিড়ের মধ্যে তার গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনতাই হয়। শরীফা বেগম ছিনতাইয়ের ঘটনাটি জানালে অন্যান্য যাত্রীদের সহযোগিতায় রেলওয়ে পুলিশ সন্দেহভাজন হিসেবে তিন নারীকে আটক করে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলীম হোসেন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আটককৃতদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সোনার চেইন উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান রেলওয়ে পুলিশের ওসি।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন