ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি বোঝাই ট্রাক্টর উল্টে খাদে পড়ে শেখ পারভেজ (২২) নামে এর চালক নিহত হয়েছেন৷ বুধবার গভীর রাত আড়াইটার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পারভেজ জেলা সদর সুলতানপুর মধ্যপাড়ার শেখ শাহ আলম মিয়ার ছেলে।
আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গভীর রাতে মাটি নিয়ে কাটার কাজে নিয়োজিত একটি ট্রাক্টর উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কোন অভিযোগ না থাকলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন