আপডেট

x

আইনমন্ত্রীর নেই কোন ফেসবুক অ্যাকাউন্ট, ছড়ানো হচ্ছে ‘ভুয়া’ আইডি

বুধবার, ০৭ জুন ২০২৩ | ১০:৪২ অপরাহ্ণ | 54 বার

আইনমন্ত্রীর নেই কোন ফেসবুক অ্যাকাউন্ট, ছড়ানো হচ্ছে ‘ভুয়া’ আইডি
Spread the love

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি’র নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এসব আইডির মাধ্যমে বিভিন্নজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ম্যাসেজ পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। অসৎ উদ্দেশ্য হাসিল করতে কে বা কারা এসব করছে।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারি মোহাম্মদ আলাউদ্দিন বাবু এসব বিষয় উল্লেখ করে গত ৪ জানুয়ারি ঢাকার গুলশান থানায় সাধারন ডায়রি (জিডি) করেছেন বলে জানান।

webnewsdesign.com

আলাউদ্দিন বাবু বুধবার দুপুরে এ সংক্রান্ত বিষয়াদি লিখে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ‘সতর্কবার্তা’ পোস্ট দিয়েছেন। পরে মন্ত্রীর সংসদীয় এলাকার নেতা-কর্মীরাও সতর্কবার্তাটি ফেসবুকে শেয়ার করেন।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, মন্ত্রী মহোদয়ের কোনো ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামসহ এ জাতীয় কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা আইডি নেই। তার নামে খোলা সকল সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক আইডি ভুয়া। এসব ভুয়া ফেসবুক আইডির ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া না দেওয়ার জন্য এবং এসব আইডির মাধ্যমে কেউ প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে সকলকে অনুরোধ করা হলো।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com