ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আদালতে দেওয়া ১০ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী বাদল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। বাদল মিয়া উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
বিজয়নগর থানা পুলিশের উপপরিদর্শক শরীফুল ইসলাম জানান, ১৯৯৯ সালে বাদল মিয়াকে পাইপগান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছিলেন। ওই মামলায় হবিগঞ্জ আদালত থেকে জামিনে বের হয়ে আসে সে। পরবর্তীতে এর ৪/৫ বছর মামলা চালিয়ে সে আর আদালতে হাজির হয়নি। প্রায় ১৮ বছরের অধিক সময় আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী হিসেবে বাদল পলাতক ছিল৷ গত ৮ জানুয়ারি তারিখে হবিগঞ্জ আদালতের এক রায়ে বাদলকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর তার গ্রেফতারী পরোয়ানা বিজয়নগর থানায় পাঠানো হয়। পর আজ সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হলে, ব্রাহ্মণবাড়িয়া আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠান।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন