অব্যবহৃত একাউন্ট বাতিলের সিদ্ধান্ত থেকে ফিরলো টুইটার

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ | ৭:১৩ অপরাহ্ণ | 453 বার

অব্যবহৃত একাউন্ট বাতিলের সিদ্ধান্ত থেকে ফিরলো টুইটার

অবশেষে ব্যবহারকারীদের তীব্র আপত্তির মুখে ৬ মাস কিংবা তার বেশি দিনের অচল অ্যাকাউন্ট ডিলিটের পরিকল্পনা থেকে পিছু হটেছে টুইটার। পুরোনো অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করার ঘোষণা দেওয়ার একদিনের মাথায় এমন সিদ্ধান্ত নিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।


‘নিয়ন্ত্রণের উদ্বেগ’ থেকে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছিল বলে জানানো হয়েছে।

webnewsdesign.com

কর্মকর্তারা বলছেন, যে অ্যাকাউন্টের ব্যবহারকারী মারা গেছেন তাদের স্মরণ করার জন্য কোনো ফিচার চালু না করে কোনো আইডি ডিলিট করা হবে না।

বুধবার প্রতিষ্ঠান বলেছিল, মারা যাওয়া ব্যক্তির অ্যাকাউন্ট ১১ ডিসেম্বরের ভেতর অন্য কেউ ব্যবহারের ব্যবস্থা না করতে পারলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

অ্যাকাউন্ট ডিলিট করার জন্য টুইটার সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছিল। আমেরিকার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে শুরুতে এটি করার কথা ছিল।

ধারাবাহিক পোস্টের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ‘কনফিউশন সৃষ্টির জন্য আমরা ক্ষমা চাচ্ছি। পোস্টের মাধ্যমে পরবর্তী আপডেট জানানো হবে। ’


মন্তব্য করুন

Development by: webnewsdesign.com