আপডেট

x

অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’র নির্মাণে খরচ ৫ কোটি, ১০০ কোটি নয়

সোমবার, ২২ আগস্ট ২০২২ | ৯:১৭ অপরাহ্ণ | 102 বার

অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’র নির্মাণে খরচ ৫ কোটি, ১০০ কোটি নয়
Spread the love

বহুল আলোচিত-সমালোচিত বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ কোটি টাকা নয়, এর প্রকৃত বাজেট পাঁচ লাখ মার্কিন ডলার বলে দাবি করেছেন সিনেমার সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম।

২০১৮ সালে ছবির প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে নির্মাতার চুক্তি অনুসারে সিনেমাটির বাজেট পাঁচ লাখ ডলার বলে দাবি করা হয়েছে যা দাঁড়ায় বাংলাদেশি মুদ্রায় চার কোটি ৭৪ লাখ টাকারও বেশি।

webnewsdesign.com

সোমবার (২২ আগস্ট) সিনেমাটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম তার ইনস্টাগ্রামে ‘দিন দ্য ডে’ সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে।

পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ নিয়ে এসেছেন। যদিও পরিচালকের এসব অভিযোগ প্রসঙ্গে অনন্ত জলিল এখনো কোন মন্তব্য করেননি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনন্ত জলিলের ভাষ্য, সে তো বাংলা লিখতে পারে না। বাংলাদেশ দেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছে আমি অনন্ত এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন না থাকি। আমি পরিচালকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবো।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com