আপডেট

x

‘হাজিদের চোখ দিয়ে পানি পড়লে, তা সহ্য করা হবে না’

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:২৯ অপরাহ্ণ |

‘হাজিদের চোখ দিয়ে পানি পড়লে, তা সহ্য করা হবে না’
Spread the love

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোঃ আব্দুলাহ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হাজিরা আল্লাহর মেহমান, তাদের চোখ দিয়ে পানি পড়বে এটা সহ্য করা যাবে না, শেখ হাসিনা হাজিদের চোখের পানি দেখবে না।  এই আল্লাহর মেহমানদের চোখে যদি পানি আসে প্রয়োজন হলে পানির বদলে চোখ দিয়ে রক্ত বাহির করে ছাড়ব, এটা কোন অবস্থাতে মেনে নেওয়া যাবে না। এই কঠিন চ্যালেন্স গ্রহন করে পরম করুনাময় আল্লাহ রহমত কামনা করে, যে কোন মূল্যে হজ্বকে অত্যন্ত সুন্দর ও ভাল একটা হজ্ব উপহার দেওয়া আমাদের লক্ষ্য।

সৌদি আরবের মক্কা আওয়ামী ফাউন্ডেশন আয়োজিত মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান অতিথির বক্তবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।

webnewsdesign.com

মক্কাস্থ আল পহেলা হোটেলের বলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ মোজাম্মেল হক সভাপতিত্ব করেন । সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল পাটোয়ারী।

এতে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত গোলাম মসিহ্, কাউন্সিলর হজ্ব মাকছুদুর রহমান, হাব এর মহাসচিব শাহাদাত হোসেন তসলিম এবং মক্কা মদিনার আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসি বাংলাদেশি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com