আপডেট

x

সরাইলে অজ্ঞাত আক্রমণে শতাধিক টার্কি মুরগির মৃত্যু

শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮ | ৮:৩৪ অপরাহ্ণ |

সরাইলে অজ্ঞাত আক্রমণে শতাধিক টার্কি মুরগির মৃত্যু
Spread the love

জেলার সরাইলে অজ্ঞাত আক্রমণে সবুজ মিয়ার খামারের শতাধিক টার্কি মুরগির মৃত্যু হয়েছে। ফলে খামার মালিকের ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার গভীর রাতে কালিকচ্ছের দত্তপাড়ায় এ ঘটনা ঘটেছে। নি:স্ব খামার মালিক সবুজ এখন বারবার মূর্ছা যাচ্ছে। সরেজমিনে ও খামার মালিকের সাথে কথা বলে জানা যায়, ছয় মাস আগে একদিন বয়সের টার্কি মুরগির বাচ্চা এনে পালন শুরু করে সবুজ। দৈনিক বাচ্চা গুলোকে মূল্যবান আহার খাইয়ে আস্তে আস্তে বড় তুলেছেন। সম্প্রতি একটি মুরগি ৫ হাজার টাকা হাঁকিয়েছেন ক্রেতারা। শুক্রবার রাতের যে কোন সময়ে অজ্ঞাত জন্তুু বা জানোয়ারে আক্রমণে শতাধিক টার্কি মুরগির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ১৫-২০ টি মুরগি। প্রত্যেকটি মুরগির দেহের ডান বা বাম দিয়ে কামড় দিয়ে মাংস তুলে ভেতর থেকে কলিজা গুলো খেয়ে ফেলেছে। এছাড়া অনেক গুলো মুরগির পিঠের পাখনা তুলে কামড়িয়ে মাংস খেয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে- শিয়ালের দল ওই খামারের মুরগি গুলোর উপর আক্রমণ করে এ ঘটনা ঘটিয়েছে।
খামার মালিক সবুজ বলেন, আমার ৬ মাসের কষ্ট নিমিষেই শেষ। ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। এখন আমি কি করব? উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান বলেন, জীবনে এমন ঘটনা আগে কখনো দেখিনি। এটা নিশ্চিত রাতে শিয়াল বা কুকুরের দল একাজ করেছে। ইনজেকশন ও ক্ষতস্থানে লাগানোর ঔষধ দিচ্ছি। পরে জানাবেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com