আপডেট

x

সরকারি চাকরিতে প্রবেশে ৩৫ বছর করার প্রস্তাব সংসদে নাকচ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ৯:৫১ অপরাহ্ণ |

সরকারি চাকরিতে প্রবেশে ৩৫ বছর করার প্রস্তাব সংসদে নাকচ
Spread the love

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব নাকচ হয়েছে। বৃহস্পতিবার একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠভোটে এটি নাকচ হয়।

স্বতন্ত্র সাংসদ রেজাউল করিম ওই সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছিলেন। কণ্ঠভোটে তার প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়।

webnewsdesign.com

রেজাউল করিমের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদে বলেন, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের যে বয়সসীমা, সবদিক বিবেচনায় সেটাকে সরকার যৌক্তিক বলে মনে করছে। স্বাধীনতার পর প্রেক্ষাপট বিবেচনায় চাকরিতে প্রবেশে বয়সসীমা ২৫ থেকে ২৭ ও পরবর্তীতে ৩০ করা হয়। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নেই। ২৩ বছর বয়সে শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি পাচ্ছেন। ছয়-সাত বছর চাকরির প্রস্তুতির জন্য সময় পাচ্ছেন। তা ছাড়া চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হলে পেনশন সংক্রান্ত জটিলতা তৈরি হবে।

এসব বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী স্বতন্ত্র সাংসদ রেজাউল করিমকে তার প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি প্রস্তাবটি প্রত্যাহার করবেন না বলে সংসদকে জানান। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে দেওয়া হয়। কণ্ঠভোটে তার প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়।

সূত্র- দেশরূপান্তর

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com