আপডেট

x

মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ

সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ | ৮:১৭ অপরাহ্ণ |

মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ
Spread the love

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের  সংবর্ধণা দেওয়া হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স মিলনায়তনে ৭২ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এই সংবর্ধণা দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার  মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম পিপিএম।

webnewsdesign.com

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মুহাম্মদ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের পক্ষ হতে অতিরিক্ত পুলিশ সুপার(অবঃ) আব্দুল আউয়াল , পুলিশ পরিদর্শক (অবঃ)  মুখলেছুর রহমান রহমান, উপ-পরিদর্শক (অবঃ) রঙ্গু মিয়া এবং সহকারী উপ-পরিদর্শক(অবঃ) রতন কান্দি দত্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বলেন- মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, বিজয় মাসে তাদের মাধ্যমে আমরা নিজেরা সম্মানিত হয়েছি। পুলিশ মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেন। তাদের বুকের রক্ত দিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেন। পরবর্তী বিভিন্ন সময়ে পুলিশ ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী দিনে জেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হবে।

সভা শেষে উপস্থিত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com