আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি পুনাকের শ্রদ্ধা

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:১৮ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি পুনাকের শ্রদ্ধা
শহীদ মিনারে ফুল দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ছবি-বাহাদুর আলম
Spread the love

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বৃহস্পতিবার সকালে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানের সহধর্মীনি ও পুনাকের সভানেত্রী উম্মে সালমা মুন্নীর নেতৃত্বে সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন পুনাক নেতৃবৃন্দ।

webnewsdesign.com

-সঞ্চয়/রাফি

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com