আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিধি লঙ্ঘনের দায়ের তিন প্রার্থীকে জরিমানা

শনিবার, ২৩ মার্চ ২০১৯ | ১০:০২ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় বিধি লঙ্ঘনের দায়ের তিন প্রার্থীকে জরিমানা
Spread the love

আসন্ন উপজেলা নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সহ ৩জন প্রার্থীকে ৩০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান এই দণ্ড প্রদান করেন।

দণ্ড প্রাপ্তরা হলেন- স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান (ওলিও), ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও মহসিন মিয়া।

webnewsdesign.com

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান জানান, নির্বাচনী আচরণ বিধিমালার ২১(২)ধারা তাদের দণ্ড প্রদান করা হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান গাড়িতে সাউন্ড সিস্টেম করে মিছিল ব্যবহার করায় ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও মহসিন মিয়া পৌর এলাকায় প্রচারণায় একাধিক মাইক ব্যবহার করায় ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পূণরায় তারা আচরণবিধি লঙ্ঘন করলে দণ্ড আরো বাড়বে বলে জানান এসিল্যান্ড কামরুজ্জামান।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com