আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাসদ-হেফাজতের সভা ঘিরে উত্তেজনা

শুক্রবার, ১৩ জুলাই ২০১৮ | ২:৪৩ অপরাহ্ণ |

Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একই দিনে একই স্থানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও হেফজাতে ইসলামের ডাকা পৃথক জনসভা ও শানে রেসালত (সা.) সম্মেলন ঘিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আগামী ২৬ জুলাই বিকেল তিনটায় পৃথক জনসভা ও শানে রেসালত (সা.) সম্মেলন ডেকেছে উপজেলা জাসদ ও হেফাজতে ইসলাম।

তথ্যমন্ত্রীর একান্ত সচিব মীর আকরাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ভ্রমন সুচীতে খারঘর বদ্যভুমি পরিদর্শন এবং বিকেল তিনটায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথির বক্তৃতা দেয়ার কথা রয়েছে।

webnewsdesign.com

অপরদিকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সদস্য নবীনগর উপজেলা হেফাজতের সহ-সভাপতি মাওলানা মেহেদী হাসান জানিয়েছেন একই সময়ে একই স্থানে হেফাজতে ইসলামের সম্মেলন অনুষ্টিত হবে।সম্মেলনে সংগঠনটির আমির আল্লামা শাহ্ আহমদ শফী উপস্থিত থাকবেন । অনুষ্টানে আরো উপস্থিত থাকবেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শায়খ সাজিদুর রহমান।

নবীনগর থানার ওসি মো:আসলাম সিকদার জানান, ২৬ জুলাই বিকেল ৩টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যলয় মাঠে জনসভা ডেকেছে উপজেলা জাসদ। এতে দলটির কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সাংসদ শাহ্ জিকরুল আহমেদ খোকনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত থাকার কথা রয়েছে।ইতোমধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নবীনগর সফরের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।হেফাজতের সমাবেশ করার ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান ওসি।

এ ব্যাপারে জাসদের স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শাহ্ জিরুল আহমেদ খোকন সাংবাদিকদের জানিয়েছেন সরকারিভাবে তথ্যমন্ত্রীর প্রোগ্রাম দেয়া হয়েছে।

তবে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সদস্য মাওলানা মেহেদী হাসান বলেছেন, তারা জাসদের অনুষ্ঠানে সম্পর্কে অবগত ছিলেন না। কেন আগে সরকারী অনুমতি নেয়া হয়নি এ প্রশ্নের জবাবে মেহেদী হাসান বলেন আল্লামা শাহ্ আহমদ শফী এর সফর সূচী পেতে বিলম্ব হওয়ায় অনুমতি নেয়া হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা ম্যাজিষ্ট্রেট রেজওয়ানুর রহমান জানান, তথ্যমন্ত্রীর সরকারি প্রোগ্রাম আমরা পেয়েছি। তবে হেফাজতে ইসলামের সম্মেলনের কথা দুপুরে শুনেছি।তারা লিখিত কোন অনুমতি নেয়নি।বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com