আপডেট

x

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন

সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:৩৩ অপরাহ্ণ |

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন
Spread the love
বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল ইন কোরিয়ার উদ্যোগে হয়ে গেলো মাতৃভাষা বাংলা নিয়ে এক মনোমুগ্ধকর অনুষ্ঠান। রোববার বিকেলে দক্ষিণ কোরিয়ার কিম্পু ফরেন সেন্টারের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাজী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিম্পুর নগরীর মেয়র জং হা ইয়ং, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী ও কিম্পু ফরেন সাপোর্ট সেন্টারের প্রধান চে ইয়ং ইল।
এসময় রাষ্ট্রদূত আবিদা ইসলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দক্ষিণ কোরিয়াতে প্রথম বার বিএসকের মতো কোন সামাজিক সংগঠন মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর আয়োজন করেছে এবং অন্যান্য সামাজিক সংগঠন গুলোকে বাংলাদেশের জাতীয় দিবস গুলো উৎযাপন করার আহবান জানান । এ সময় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে মাতৃভাষার অধিকার ও মর্যাদারক্ষায় বাঙালির অত্যুজ্জ্বল ত্যাগ, আত্মদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন রাষ্ট্রদূত।
কীম্পু নগরীর মেয়র জং হা ইয়ং বলেন, এক সময় কোরিয়ানদের ও জাপানের নিজ ভাষা ও জাতীয় অস্তিত্ব রক্ষার্থে জাপানের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিলো বিধায় কোরিয়া ও বাংলাদেশের সংগ্রামের ইতিহাসের মধ্যে মিল থাকায় আমরা পরস্পর সংহতিবদ্ধ । আগামীতে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক উন্নয়নের লক্ষে কীম্পু  সিটি অগ্রনী ভুমিকা পালান করবে বলে আশ্বাস প্রদান করেন । মেয়র কিম্পুতে বসবাসরত বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন।
কাউন্সেলর মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের আপামর মানুষের মহোত্তম গৌরবের দিন। দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত। দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন।
সভাপতি কাজী শাহ্ আলম তার বক্তব্যে গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছেন  ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “।
অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের অন্যতম উদ্যোক্তা প্রয়াত “রফিকুল ইসলাম “ এর স্মৃতির প্রতি।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দক্ষিণ কোরিয়ার  সাধারণ সম্পাদক সাইফুল করিম সুইট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়াজি, বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দক্ষিণ কোরিয়ার সভাপতি আবু বকর সিদ্দিক রানা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ  আজিজ,  বিসিকের  সভাপতি আরশাদ আলম বিকি ও সাধারণ সম্পাদক শিশির, যুবলীগের প্রতিষ্ঠা সভাপতি জুয়েল মোল্লা ও ইউসুফ হোসেন ।
অনুষ্ঠানে কিম্পু শহরের মেয়র জং হা ইয়ং ও কিম্পু ফরেন সাপোর্ট সেন্টারের প্রধান চে ইয়ং ইলকে বাংলাদেশি উত্তরীয় পরিয়ে দেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। যে মালিকেরা বাঙালির ভিসা পরিবর্তনে সহযোগী ছিলেন, তাদের   ফুলেল শুভেচ্ছা ও পুরস্কৃত করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন সংগঠনের উপদেষ্টা তাজুল ইসলাম টনি, আব্দুল হামিদ, সিনিয়র সহ সভাপতি মোমেন বায়েজ,  সহ সভাপতি ফরিদ উদ্দিন , এনামুল, রিয়াদ, জসীম সহ আরো অনেকেই।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com