আপডেট

x

ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম জন্মবার্ষিকীর মহোৎসব

শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:০২ অপরাহ্ণ |

ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম জন্মবার্ষিকীর মহোৎসব
Spread the love

ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মহা-মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। শুত্রুবার সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম মেড্ডায় সৎসঙ্গ বিহারে ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

সৎসঙ্গ বিহারের আহবায়ক সুকুমার চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার মহেশ অঙ্গনের ট্রাষ্ট্রি পলাশ ভট্রাচার্য্য, চুনারুঘাটের এস.পি.আর দীপক কুমার তালুকদার, বাংলাদেশ সৎসঙ্গের নির্বাহী সদস্য ইঞ্জি: অমল চন্দ্র রায়, যাতক রামকৃষ্ণ দাস, সৎসঙ্গ বিহারের প্রণব ভট্রাচার্য্য, বিজয় কুমার রায়।

webnewsdesign.com

সংগঠক বিবর্ধন রায় ইমনের সঞ্চালনা অনুষ্ঠানে স্বাগত্ বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির সম্পাদক স্বপন কুমার দেব।

ধর্মসভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সুশীল সমাজের প্রতিনিধি, সৎসঙ্গ বিহারের নেতৃবৃন্দ ও ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তবৃন্দ
উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৩১ বছর আগে মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনার হেমায়েতপুরে জন্ম গ্রহণ করেছিলেন। ভালোবেসেছেন মানুষকে আর চারপাশের সব কিছুকে। সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্ম-বর্ণের মানুষের মন জয় করেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com