আপডেট

x

টি-টোয়েন্টিতে চার বলে ৪ উইকেট নিয়ে রশিদের রেকর্ড

সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | ২:৪৮ অপরাহ্ণ |

টি-টোয়েন্টিতে চার বলে ৪ উইকেট নিয়ে রশিদের রেকর্ড
Spread the love

আগের দিন হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাটে টি-টোয়েন্টি ক্রিকেটের অনেক রেকর্ডই লেখা হয়েছিল নতুন করে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রোববার নতুন এক ইতিহাস লিখলেন রশিদ খান। টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে নিলেন টানা চার বলে চার উইকেট। আর সপ্তম ক্রিকেটার হিসেবে পেলেন হ্যাটট্রিক।

ভারতের দেরাদুনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৩২ রানে জিতে নেয় আফগানরা। তাতে টি-টোয়েন্টি সিরিজটিতে হোয়াইটওয়াশ হলো আইরিশরা।

webnewsdesign.com

আগে ব্যাট করে মোহাম্মদ নবীর ৩৬ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে দু শ ছাড়ানো স্কোর করে আফগানিস্তান। ৭ উইকেটে ২১০ রান করে আফগানরা। নবী ৬টি চারের সঙ্গে মেরেছেন ৭টি ছক্কা।

জবাবে কেবিন ও’ব্রায়েন (৭৪) ও অ্যান্ডি বালবার্নির (৪৭) ব্যাটে পথেই ছিল আইরিশরা। কিন্তু ঝামেলাটা পাকালেন রশিদ খান। ১৬তম ওভারের শেষ বলে তুলে নেন ও’ব্রায়েনকে। ১৮তম ওভারে বল করতে এসে প্রথম তিন বলেই নিলেন তিন উইকেট। অর্থাৎ টানা চার বলে ৪ উইকেটের কীর্তি লেখা হলো। এর আগে টি-টোয়েন্টিতে যা কখনোই ঘটেনি। শেষ ওভারে আরো একটি উইকেট নিয়েছেন রশিদ।

ম্যাচ শেষে তার বোলিং স্পেল ৪-০-২৭-৫। তবে ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন মোহাম্মদ নবী।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com