আপডেট

x

চলে গেলেন পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | ১:৫৮ অপরাহ্ণ |

চলে গেলেন পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর
Spread the love

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরের শারীরিক অবস্থার বেশি অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে লাইভ সাপোর্টে রাখা হয়।

webnewsdesign.com

তার মৃত্যুর খবর  নিশ্চিত করেছেন প্রেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ প্রশিক্ষক সাহেলা হক।

বিশিষ্ট এ সাংবাদিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখার কথা ছিল। একই সঙ্গে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুর অথবা ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে পাঠানোর কথা ছিল। কিন্তু তার আগেই তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা বেলা দেড়টায় রাজধানীর গোড়ানে অনুষ্ঠিত হবে। এরপর বেলা আড়াইটায় পিআইবি চত্বরে দ্বিতীয়, তিনটায় জাতীয় প্রেসক্লাবে তৃতীয় এবং বিকেল চারটায় উত্তরায় চতুর্থ জানাজা শেষে পাঁচটার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে তাকে দাফন করা হবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com