আপডেট

x

গুগল সার্চে বাংলাদেশিরা বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টকে

শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮ | ৪:০৩ অপরাহ্ণ |

গুগল সার্চে বাংলাদেশিরা বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার  প্রেসিডেন্টকে
Spread the love

ব্যবহারকারীরা কী নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন প্রতি বছর তার তালিকা প্রকাশ করে গুগল। প্রতিটি দেশ অনুযায়ী সার্চ করার বিষয়বস্তুগুলো আলাদা।

তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সবচেয়ে বেশিবার খোঁজ করা বিষয়ের শীর্ষে রয়েছে খেলা।  বাংলাদেশি ব্যবহারকারীদের সার্চ নিয়ে তিনটি বিভাগের তালিকা প্রকাশ করেছে গুগল। বিভাগগুলো হল সার্চেস, পিপল ও মুভিজ।

webnewsdesign.com

দেশের সার্চেজ বিভাগে প্রথম স্থানে রয়েছে ক্রিকবাজ। দ্বিতীয় স্থানে আছে ওয়ার্ল্ড কাপ। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট।

পিপল বিভাগে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ, মালায়লাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার ও ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলকে।

এ তালিকায় আরও রয়েছে ফ্রান্সের ফুটবলার এমবাপ্পে, গায়ক নিক জোনাস, খালেদা জিয়া ও হিরো আলোমের নাম।

মুভিজ বিভাগে অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার বাদে শীর্ষ ৫-এর বাকি ছবিগুলো বলিউডের। ছবিগুলো হল থাগস অব হিন্দুস্তান, টাইগার জিন্দা হ্যাঁ, রেস ৩ ও বাগি ২।

সূত্র: যুগান্তর

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com