আপডেট

x

কাগজে আছে, বাস্তবে মোবাইল ইন্টারনেটে ফোরজি’র গতি নেই

বুধবার, ০৩ এপ্রিল ২০১৯ | ৯:০৩ অপরাহ্ণ |

কাগজে আছে, বাস্তবে মোবাইল ইন্টারনেটে ফোরজি’র গতি নেই
Spread the love

কোনো মোবাইল অপারেটরই চতুর্থ প্রজন্মের (ফোরজি) ইন্টারনেট সেবার সঠিক গতি সরবাহ নিশ্চিত করতে পারছে না। রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে জরিপ চালিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

বুধবার বিটিআরসি এ জরিপের ফলাফল প্রকাশ করেছে। এর আগে ঢাকায় বিটিআরসি পরিচালিত জরিপে ফোরজিতে নির্ধারিত হারে গতি পাওয়া যায়নি।

webnewsdesign.com

অবশ্য অপারেটরগুলো বলে আসছে, বর্তমান অবকাঠামোয় এর চেয়ে বেশি গতি দেওয়া কঠিন।

বিটিআরসি গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এ জরিপ চালিয়েছে। জরিপে ৭০০ থেকে ২ হাজার নমুনা ব্যবহার করেছে তারা।

জরিপে বলা হয়, কোনো বিভাগে কোনো অপারেটরের গতি ৭ এমবিপিএস বা তার বেশি নয়। যদিও নীতিমালা অনুযায়ী, গতি ৭ এমবিপিসের বেশি হওয়ার কথা।

সেবার মানের দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থা সরকারি অপারেটর টেলিটকের।

জরিপ অনুযায়ী, এ চার বিভাগে গ্রামীণফোনের ফোরজি সেবার ডাউনলোড গতি সর্বনিম্ন খুলনায়, ৪ দশমিক ৬৩ এমবিপিএস। বেশি রংপুরে, ৬ দশমিক ৮৮ এমবিপিএস। রাজশাহী বিভাগে গ্রামীণফোনের ফোরজির গতি ৬ দশমিক ৬৯ ও বরিশালে ৫ দশমিক ১ এমবিপিএস।

কল সংযোগের ক্ষেত্রে গ্রামীণফোনে নির্ধারিত ৭ সেকেন্ডের বেশি সময় লাগে খুলনা ও বরিশালে। বাকি সব ক্ষেত্রে গ্রামীণফোন নির্ধারিত মাত্রার চেয়ে ভালো মানের সেবা দিচ্ছে।

সূত্র: দেশরূপান্তর

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com