আপডেট

x

কসবা সীমান্তহাট পরিদর্শন করলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার

মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ |

কসবা সীমান্তহাট পরিদর্শন করলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তহাট পরিদর্শন করলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। সােমবার দুপুরে তিনি সীমান্তহাট পরিদর্শন এসে সীমান্ত হাটের ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। সীমান্ত হাটে এই মতবিনিময় সভার আয়ােজন করেন উপজেলা প্রশাসন। এ সময় সীমান্ত হাটের বাংলাদশী ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিগত প্রায় ছয় মাস ধরে সীমান্ত হাটের অচলাবস্থা  নিরসনের জন্যে ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলােচনা করেন। মতবিনিময় সভায় বাংলাদেশী ব্যবসায়ীদের পক্ষে অলিউল্লাহ সরকার অতুল বলেন, এ সীমান্ত দিয়ে অথিতিপাশ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, অতিথি পাশের বিষয়টি দুই দেশের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয়। সীমান্ত হাটের অচলাবস্থা নিরসন বাংলাদেশের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলােচনা করবেন বলে জানান। এছাড়াও তিনি সীমান্ত দিয়ে মাদক পাচার রােধে সকলকে সজাগ থাকার আহবান জানান। মতবিনিময় সভায় মতামত তুলে ধরেন কসবা প্রেসক্লাব সভাপতি মাে.সােলমান খান, ক্রেতা আফজাল হােসেন রিমন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মাে.হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিবি’র ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল মাে.ইকবাল হােসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাে. সামছুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এডভােকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, কসবা পৌর মেয়র মাে. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

webnewsdesign.com

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com