আপডেট

x

আইপিএলে চূড়ান্তভাবে কোন দলে কে, দেখে নিন…

বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮ | ১:১৭ অপরাহ্ণ |

আইপিএলে চূড়ান্তভাবে কোন দলে কে, দেখে নিন…
Spread the love

মঙ্গলবার জয়পুরে অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের নিলাম। ভারতীয় ও অভারতীয় মিলে ৩৫১ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৭০ জন খেলোয়াড়কে নিলাম থেকে কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে ভারতীয় খেলোয়াড় ছিল ৫০ জন, আর অভারতীয় খেলোয়াড় ছিল ২০ জন। কালকের নিলামের মধ্য দিয়ে চূড়ান্তভাবে দল গুছিয়ে নিয়েছে আইপিএলের ৬টি ফ্র্যাঞ্চাইজি। আসুন দেখে নেওয়া যাক কোন ফ্র্যাঞ্চাইজি কেমন দল গঠন করেছেন—

চেন্নাই সুপর কিংস-

webnewsdesign.com

মোট খেলোয়াড় : ২৫
বিদেশি খেলোয়াড় : ৮

ওপেনার : ফ্যাফ ডু প্লেসি, শেন ওয়াটসন, মুরালি বিজয়
মিডল অর্ডার ব্যাটসম্যান : সুরেশ রায়না, কেদার যাদব, আম্বাতি রায়ডু, চৈতন্য বিষ্ণৈ, স্যাম বিলিংস, ধ্রুভ সোরি, রুতুরাজ গাইকোয়াড়
উইকেটকিপার : মহেন্দ্র সিং ধোনি, জে নারায়ণ
অল রাউন্ডার : রবিন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, মনু কুমার, ডেভিড উইলি
স্পিনার : করুন শর্মা, ইমরান তাহির, হরভজন সিং, মিচেল সান্টনার
ফাস্ট বোলার : শার্দুল ঠাকুর, দিপক চাহার, কেএম আসিফ, লুনগি এনগিদি, মোহিত শর্মা

দিল্লি ক্যাপিটেলস (আগের নাম : দিল্লি ডেয়ারডেভিলস)-

মোট খেলোয়াড় : ২৫
বিদেশি খেলোয়াড় : ৮

ওপেনার : কলিন মুনরো, পৃথ্বি শ, মানজত কালরা, শিখর ধাওয়ান
মিডল অর্ডার ব্যাটসম্যান : শ্রেয়াস আয়ার, হানুমা বিহারি, কলিন ইনগ্রাম
উইকেটকিপার : ঋশভ পান্ত, অঙ্কুশ বাইনস

অল রাউন্ডার : ক্রিস মরিস, জালাজ সাক্সেনা, অক্ষর প্যাটেল, বান্দারু আপ্পা, শেরফান রাদাফোর্ড
স্পিনার : অমিত মিশ্রা, রাহুল তিওয়ারি, সন্দিপ লামিচ্ছানে, জয়ন্ত যাদব
ফাস্ট বোলার : হার্শাল প্যাটেল, কাগিসো রাবাদা, আভেশ খান, ট্রেন্ট বোল্ট, ইশান্ত শর্মা, কেমো পল, নিতু সিং

কিংস ইলেভেন পাঞ্জাব-

মোট খেলোয়াড় : ২৩
বিদেশি খেলোয়াড় : ৮

ওপেনার : লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল
মিডল অর্ডার ব্যাটম্যান : করুন নায়ার, ডেভিড মিলার, মানদিপ সিং, সরফরাজ খান
উইকেটকিপার : প্রভসিমরান সিং, নিকোলাস পুরান
অল রাউন্ডার : অগ্নিভেশ আইছি, বরুন চক্রবর্তি, দর্শন নালকান্ডে, হারপ্রিত ব্রার, মোইজেস হেনরিখস, স্যাম কুরান
স্পিনার : মুজিব উর রহমান, এ অশ্বিন, রবিচন্দ্রন অশ্বিন
ফাস্ট বোলার : অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাই, আর্শদিপ সিং, হার্ডাস ভিলজোয়েন, মোহাম্মদ শামি

কলকাতা নাইট রাইডার্স-

মোট খেলোয়াড় : ২১
বিদেশি খেলোয়াড় : ৮

ওপেনার : ক্রিস লিন, রবিন উথাপ্পা
মিডল অর্ডার ব্যাটসম্যান : শুভমান গিল, নিতিশরানা, রিঙ্কু সিং
উইকেটকিপার : দিনেশ কার্তিক, নিখিল নাইক
অল রাউন্ডার : অ্যান্ড্রু রাসেল, জো ডেনলি, শ্রীকান্ত মুন্ধে, কার্লোস ব্র্যাথওয়েট
স্পিনার : পিযুষ চাওলা, কুলদিপ যাদব, সুনিল নারিন
ফাস্ট বোলার : কমলেশ নাগরকোটি, শিভাম মাভি, পৃথ্বি রাজ, হ্যারি হার্নি, অ্যানরিচ নর্টজি, লোকি ফার্গুসন

মুম্বাই ইন্ডিয়ান্স-

মোট খেলোয়াড় : ২৪
বিদেশি খেলোয়াড় : ৮

ওপেনার : এভিন লুইস, কুইন্টন ডি কক, আনমোলপ্রিত সিং
মিডল অর্ডার ব্যাটসম্যান : রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, সিদ্ধেশ লাদ
উইকেটকিপার : ইশান কিষান, আদিত্য তারি
অল রাউন্ডার : হার্দিক পান্ডিয়া, কিয়েরন পাওয়েল, ক্রুনাল পান্ডিয়া, বেন কাটিং, যুবরাজ সিং, পংকজ জাইশাল
স্পিনার : মায়াঙ্ক মার্কান্ডে, রাহুল চাহার, অনুকুল রয়
ফাস্ট বোলার : জসপ্রিত বুমরাহ, অ্যাডাম মিলনে, মিচেল ম্যাক্লেনাঘান, জ্যাসন বেরেনডরফ, রাসিক সালাম, লাথিস মালিঙ্গা, বারিন্দার স্রান

রাজস্থান রয়্যালস-

মোট খেলোয়াড় : ২৫
বিদেশি খেলোয়াড় : ৮

ওপেনার : আজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাঠি
মিডল অর্ডার ব্যাটসম্যান : স্টিভেন স্মিথ, আরিয়মান বিরলা, মানান ভোরা
উইকেটকিপার : জস বাটলার, সানজু স্যামসন, প্রশান্ত চোপরা
অল রাউন্ডার : বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, জোফরা আর্চার, কে গৌতম, মহিপাল লোমরোর, রাইয়ান পরাগ, শশাঙ্ক সিং, লিয়াম লিভিংস্টোন, অ্যাস্টন টার্নার, শুভম রঞ্জন
স্পিনার : শ্রেয়াস গোপাল, মিধুন, ইয়াশ সোধি,
ফাস্ট বোলার : জয়দেব উনাদকাট, ধাওয়াল কুলকার্নিম ভারুন আরন, ওশানে থমাস

রয়াল চ্যালেঞ্জার্স বেঙালুরু-

মোট খেলোয়াড় : ২৪
বিদেশি খেলোয়াড় : ৮

ওপেনার : দেবদত্ত পাড়িকাল
মিডল অর্ডার ব্যাটসম্যান : বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মিলিন্দ কুমার, হিম্মত সিং, শিমরন হেটমেয়ার
উইকেটকিপার : পার্থিব প্যাটেল, হেনরিখ ক্লাসেন
অল রাউন্ডার : মঈন আলি, কলিন ডি গ্র্যান্ডম, মার্কুস স্টোইনিস, প্রেয়াস রায় বর্মন, আকশদিপ নাথ, গুরকিরাত সিং, শিভম দুবে
স্পিনার : যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, পাওয়ান নেগি
ফাস্ট বোলার : কুলান্ত খেজরোলিয়া, উমেশ যাদব, নভদিপ সাইনি, নাথান কোলটের-নিল, মোহাম্মদ সিরাজ, টিম সাউদি

সান রাইজার্স হায়দ্রাবাদ-

মোট খেলোয়াড় : ২৩
বিদেশি খেলোয়াড় : ৮

ওপেনার : ডেভিড ওয়ার্নার, মার্টিন গাপটিল
মিডল অর্ডার ব্যাটসম্যান : মনিশ পান্ডে, কেন উইলিয়ামসন, রিকি ভুই
উইকেটকিপার : ঋদ্ধিমান সাহা, শ্রীভাতস গোস্বামী, জনি বেইরস্ট্রো
অল রাউন্ডার : সাকিব আল হাসান, অভিষেক শর্মা, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, দিপক হুদা, মোহাম্মদ নবী
স্পিনার : রশিদ খান, শাহবাদ নাদিম
ফাস্ট বোলার : ভুবনেশ্বর কুমার, খালিদ আহমেদ, সিদ্ধার্থ কাউল, বাসিল থাম্পি, টি নটরাজন, সন্দিপ শর্মা, বিলি স্ট্যানলেক

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com